অভিজিৎ হত্যায় জড়িতদের খুঁজে বের করা কঠিন
ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিজিত হত্যার ঘটনা ক্লু-লেস ধরনের ঘটনা। হত্যাকারীরা ঘটনার কোনো ক্লু রাখেনি। আর ঘটনাস্থলে সন্দেহভাজন আসামি শাফিউর রহমান ফারাবির উপস্থিতির প্রমাণ এখনও মেলেনি।
হত্যাকাণ্ডটি ক্লু-লেস হওয়ায় এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা কঠিন, তবে অসম্ভব নয়। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঘটনাটি জনসম্মুখে ঘটার পরও সেটি কিভাবে ক্লু-লেস হয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি সবার সামনে ঘটেছে।
কিন্তু কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না। ঘটনায় জড়িতরা দেখতে কেমন কেউ এ তথ্যও পারেনি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই করছি। কারো কাছে আরো কোনো তথ্য থাকলে আমাদের দিয়ে সহযোগিতা করতে পারেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।