লোহাগড়ার নবগঙ্গা নদী যেন এক মরা খাল
লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ওপর দিয়ে প্রবাহমান নবগঙ্গা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। নবগঙ্গা নদীতে পানি না থাকায় চাষাবাদ শুরু হয়েছে। সংস্কারের অভাবে এখন মৃত প্রায় এই নদী। নদীতে পানির স্বল্পতায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র। হারিয়ে যাচ্ছে মৎস্য সম্পদ। নদীর তীরবর্তী গ্রামের জেলেরা নদীতে মাছ না পাওয়ার কারনে তাদের পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। মাঠের পর মাঠ ফসলে ছেয়ে আছে। কিন্তু এ ফসল সাধারণ কোন জমিতে নয়, এ গুলো এক সময়ের খরস্রোতা নদী নবগঙ্গা। নদীতে এখন শুধুই ফসলের ক্ষেত। পানি না থাকায় নদীতে কৃষকেরা চাষাবাদ করে ফসল ফলাচ্ছেন। যে নদীতে এক সময় লঞ্চ-স্টিমার চলত এখন সেই নদীতে নৌকারও দেখা মেলেনা। দীর্ঘদিন নদী পুনঃখনন না করা, নদীর তীরবর্তী প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ বাঁধ দেওয়া সহ নানা কারনে নবগঙ্গা এখন মরা খালে পরিনত। আর সে সুযোগে এলাকার মানুষ দখল করে চাষাবাদ করছে। অনেকে আবার নদীতে বাঁধ দিয়ে পুকুর কেটে মাছ চাষ করছে। নদী তীরবর্তী এলাকায় পাকা বাড়ি-ঘর সহ নদীর পাড় দখল করে নির্মিত হচ্ছে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং আশ্রয় কেন্দ্র। স্থানীয় প্রশাসনের নাকের ডগার ওপর নদী দখল হলেও তারা নির্বিকার। তবে এলাকাবাসি নবগঙ্গা নদী দখলমুক্ত করতে ও নদী খনন করে নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।