ভোলাহাটে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির মানববন্ধন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো : আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস ২০১৫ উপলক্ষে ভোলাহাট উপজেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন(বিডিইআরএম) কর্তৃক আয়োজিত মানববন্ধন উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সামাজিক ভাবে বঞ্চিত ও দলিত জনগোষ্ঠির জন্য বৈষম্য বিরোধী আইন প্রণয়নসহ সবক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেয়ার দাবী জানিয়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচী হিসেবে এ মানববন্ধনে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন(বিডিইআরএম) এর সভাপতি শ্রী বিজয় কুমার শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন। বিডিইআরএম’র উপদেষ্ঠা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, মিলন আলী, মহিলা উপদেষ্টা হাসিনা বেগম, আরকান আলী খান ও গোপাল চন্দ্র আচার্য্য, বিডিইআরএম’র সহসভাপতি শ্রীমতি করুণা রানী, সাধারণ সম্পাদক সুবল কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক লালচাঁন রবিদাস, কোষাধ্যক্ষ রাজকুমার কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অরেন কর্মকার, তথ্য ও গবেষণা সম্পাদক শ্রীমতি অর্চনা রানী, আইন বিষয়ক সম্পাদক হরে সুন্দর শাহ্, নারী বিষয়ক সম্পাদক শ্রীমতি সাগরী রানী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রণজিৎ রবিদাস, সদস্য সুমিতা দেবী প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিইআরএম উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যদের সাথে কথা বললে তারা বলেন বর্তমান সরকার হিন্দু সম্প্রদায়ের প্রতি সুদৃষ্টি রেখেছেন, ভবিষ্যতেও আমাদের প্রতি সদাচরণের মাধ্যমে আইন কমিশনের সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের জোরালো দাবী জানান।