ঝিনাইদহে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ইকবাল হোসেন নামের এক ডাকাত নিহত
মো: লিটন হোসেন : শনিবার রাত ২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মল্লিকপুর রোডে শালিখার মোড় নামক স্থানে রাস্তায় গাছ কেটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ইকবাল হোসেন(৩২) নামের এক ডাকাত নিহত হয় ও তিন পুলিশ সদস্য রিপন, সোহেল, মাহামুদুল্লাহ আহত হয়। নিহতের গ্রামের বাড়ি কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
পুলিশের কালীগঞ্জ থানার এস আই নীরব হোসেন জানান আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে টহলরত অবস্থায় কালীগঞ্জ মল্লিকপুর রোডে শালিখার মোড় নামক স্থানে পৌঁছালে রাস্তায় গাছ কাটা পড়া থাকতে দেখতে পাই। তখন আমরা গাড়ি থামালে ডাকাত দল পুলিশেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখন পুলিশ ডাকাত দলের সাথে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। পুলিশের সাথে গুলি বিনিময়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর এক জন ডাকাতকে গুলিবিদ্ধ আবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাহাকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবল, ২ রাঊন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা ও রশি সহ ডাকাতদের ফেলে যাওয়া ৩ জোড়া স্যান্ডেল উদ্ধার করে। পুলিশ আরও জানায় নিহত ইকবাল হোসেনের নামে কালীগঞ্জ ঝিনাইদহ ও যশোর থানায় হত্যা, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
আহত তিন পুলিশ সদস্যকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।