রাজাপুরে মুক্তিযোদ্ধা পরিবারের ৫ জনকে অচেতন করে সোনাসহ ১২ লক্ষাধিক টাকার মালপত্র লুট
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি গ্রামের সেন্টারের হাট এলাকায় খাবারে চেতনা নাশক ঔষধ মিশিয়ে গৃহকর্তা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনসহ তার পরিবারের ৫ জনকে অচেতন করে ঘরে থাকা টাকা, ১২ ভরি সোনার গহণাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল গভীর রাতের এ ঘটনায় আক্রান্ত ওই পরিবারের গৃহকর্তাসহ ৫ জনকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা হল- মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, তার স্ত্রী রোকেয়া বেগম, ছেলে রফিকুল ইসলাম, মেয়ে মনিরুন নাহার ও মেহেরুন নাহার। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, রাতে খাবার খাওয়ার পর পরিবারের সবাই অচেতন হওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের মাচানের পাটাতন ভেঙে প্রবেশ করে ঘরে থাকা টাকা, ১২ ভরি সোনার গহণাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় বলে তিনি দাবি করেন। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল খায়ের রাসেল বলেন, এদের সকলেই চেতনানাশক ওষুধে আক্রান্ত হয়েছেন। তাদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। রাজাপুর থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।