রাজবাড়ীতে বঙ্গবন্ধু শিশু কিশোর সাংস্কৃতিক পদক ২০১৫ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শেখ ওয়াদুদ- 1 (1)hhh
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা উদ্ধোধন শেষে বক্তব্য রাখছেন কামরুন নাহার চৌধুরী লাভলী(এম.পি)।
শেখ ওয়াদুদ- 1 (2)lll
মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করছেন কামরুন নাহার চৌধুরী লাভলী(এম.পি), জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, রাজবাড়ী লেডিস ক্লাবের সভাপতি আফরোজা ইসলাম।

শেখ ওয়াদুদ, রাজবাড়ী : ২০ মার্চ, শুক্রবার ২০১৫, বেলা ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উদ্ধোধন করেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী(এম.পি)। রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে এ মেলার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, জেলা লেডিস ক্লাবের সভাপতি আফরোজা ইসলাম বন্যা।
সরেজমিনে জানা গেছে, ৪টি গ্রুপে প্রথম শ্রেনী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিয়োগিতা হয়। অনুষ্ঠানে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত , দেশের গান, পল্লীগীতি, বঙ্গবন্ধুকে নিয়ে গান, নৃত্য, সাধারণ নৃত্য, লোক নৃত্য, কবিতা, একক চিত্রাঙ্কন ও একক অভিনয় মাধ্যমে শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জানা গেছে, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস ও ২২তম জাতীয় শিশু দিবস উপলক্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম প্রস্তাবিত এই প্রতিযোগিতার ব্যবস্থা করেন শিশু কিশোর মেলা রাজবাড়ীর জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইদুল ইসলাম ও অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শিশু-কিশোর মেলার রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক রাজিব, সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক, অর্থ সম্পাদক আব্দুর রহমান খান(মনো), সদস্য কামরুল ইসলাম কামাল, রতনশীল সহ সংগঠনের নেতৃবৃন্দ ।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে বিকশিত করার লক্ষে সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী এই মেলার আয়োজন করান। মেলার আয়োজনে উপস্থিত শিশু-কিশোর ও অভিভাবকদের মাঝে চাঞ্চল্যতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে ছিলেন এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, হাসান ইমাম চৌধুরী , প্রভাত দাস বিশু, কালাম চৌধুরী, নুরজাহান বেগম, লিয়াকত আলী চৌধুরী, মনিরুল হক, রহিমা খাতুন লিলি ও ফেরদৌসি সুলতানা প্রমুখ। উল্লেখ্য যে, জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু শিশু-কিশোর পদক ২০১৫ প্রদান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *