বিধবাকে গনধর্ষনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

Bagerhat Photo20বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা গ্রামে ধর্মীয় অনুষ্ঠান থেকে তুলে নিয়ে বিধবাকে গন ধর্ষনের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি হিন্দু কমিউনিটি সংগঠন শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের সাধনার মোড় ও প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের নেতারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। পরে তারা বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা অপরাধীদের আশ্রয়দাতা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও পেড়িখালি ইউনিয়নের সদ্য সাময়িক বরখাস্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের সম্পৃক্ততার অভিযোগে তারও বিচার দাবী করেন।
ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান থেকে গত ১২ মার্চ রাতে ধরে নিয়ে নৌকায় তুলে ওই বিধবাকে গনধর্ষনের পর ৫ দিন বাড়িতে আটকে রাখে ওই দূর্বৃত্তরা। গত মঙ্গলবার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পাশর্^বর্তী কুমারখালী গ্রাম থেকে মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামের প্রচেষ্টায় পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গনধর্ষনের শিকার ওই বিধবা। রামপালে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতনের আলোচিত এ ঘটনায় মামলা দায়ের হলেও, রামপাল থানা পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। এ জন্য মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংখ্যালঘু সম্প্রদায় নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের প্রশ্রয়দানের অভিযোগে পেড়িখালী ইউপি’র সদ্য সাময়িক বহিস্কৃত চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবুলকে দায়ী করা হয়। তারা অবিলম্বে বাবুলসহ জড়িত তার ক্যাডারদের গ্রেপ্তারের দাবি জানায়।
জেলা সদরের সাধনার মোড় ও বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারন সম্পাদক অবণীশ চক্রবর্ত্তী সোনা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার শেখ আব্দুল জলিল, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, কল্লোল সরকার, সু প্রভাত হালদার, দিলীপ রানা , জিৎ সাহা প্রমুখ।
বাগেরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ, মহিলা হিন্দু পরিষদ ও আইনজীবী পরিষদ যৌথ ভাবে ওই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে জেলা মহিলা পরিষদ, বাগেরহাট চেম্বার অব কমার্স, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ তাদের ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *