ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশিকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত
বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে আসেন।
পুলিশ জানায়, ফেরত আসা ৮ বাংলাদেশিকে দালাল চক্রের সদস্যরা ভালো কাজের কথা বলে বিভিন্ন সময় সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে তাদের সেখানে ফেলে পালিয়ে আসে।
এ সময় অবৈধ প্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে লিলুয়া হোম নামে একটি সেচ্ছাসেবী এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা বুধবার দেশে ফেরত আসেন।
এদের মধ্যে ৭ জনকে বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তারা গ্রহণ করেন।
তারা হলেন, বাগেরহাটের আনিসুর মাস্টারের ছেলে মামুন হোসেন (২৩),বাবুল শেখের ছেলে তরিকুল ইসলাম (১৭), কুষ্টিয়ার মলিøক মন্ডলের ছেলে লিটন মন্ডল (১৮), আলতাফ মন্ডলের ছেলে বুদু মন্ডল (৪২), কক্সবাজারের আলী আহম্মদের মেয়ে জেসমিন (১৭), চট্টগামের মরজেল হোসেনের মেয়ে নাজমা (১৮) ও নোয়াখালীর চরজব্বর থানার চরপদা গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাবুল হোসেন।
এছাড়া ঢাকা আহসানিয়া মিশন নামে একটি এনজিও সংস্থা ময়মনসিংহের যৌতুক গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর আলম মোলøাকে (১৫) গ্রহণ করেন।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।