চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ নিহত ও ৪ জন আহত হয়েছে। মারাত্বক আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার পর হোসেনপুর গ্রামে দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলের দখল করা জমিকে কেন্দ্র করে চিনিকলের পক্ষে রেজাউল গ্রুপ ও দখলদার গ্রুপ হান্নানের পক্ষের সংঘর্ষে ওই গ্রামের মরহুম ইয়াসেফ মন্ডলের ছেলে আশরাফ (৩৫) নিহত ও একই গ্রামের ইসাহাকের ছেলে আকমল (৩৬), মান্নানের ছেলে বিপ্লব ( ২৫), মজিবরের ছেলে ইদ্রিস ( ৩০) ও আইনালের ছেলে লিটন (২৫) আহত হয়েছে। তিনি আরো জানান, সকাল থেকেই দখলদার গ্রুপের বেশ কিছু লোকজন মাঠে কাজ করা অবস্থায় আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে চলে গেলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এরপর গ্রামে খবর ছড়িয়ে পড়লে দু’ পক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষেরই ৪ জন আহত হয়।
এ ঘটনার পর চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল ) শফিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ সংঘর্ষে দু’ পক্ষেরই ৭-৮ জন আহত হয়েছে। ঘটনা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *