চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিওপি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Dhopakhali BGB Camp 08030vvvচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি বিওপির মাধপখালি সীসান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক এস এম মনিরুজ্জামান বিজিবিএম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট ধোপাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর জীবননগর উপজেলার মাধপখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার তোতা মিয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প কমান্ডার এসআই অনজ কুমার।
উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *